নতুন রেকর্ড মোদীর, দেশকে দুর্নীতি থেকে রক্ষা! বড় বার্তা এই সাংসদের

ইডি হেফাজতে রয়েছেন অরবন্দ কেজরিওয়াল। সেই নিয়ে মন্তব্য করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি।

author-image
Probha Rani Das
New Update
manoj tiwarii wew.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইডি হেফাজত প্রসঙ্গে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, “আপনারা যদি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির কথা ভাবেনঅরবিন্দ কেজরিওয়াল কেবল যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তা হ'ল তিনি কীভাবে এত তাড়াতাড়ি 'রাজমহলে' থাকতে শুরু করেনগতকাল মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সুনীতা কেজরিওয়াল একটি সাক্ষাৎকার দিয়েছেন, তিনিও কোনও লজ্জা বোধ করেননি।

manoj tiwariiqw.jpg

তিনি আরও বলেন, “ইডি, সিবিআই ভাল কাজ করছে বলে দেশে আলোচনা চলছে। গুটিকয়েক দুর্নীতিবাজও তাকে বদনাম করে। ২০১৪ সালের আগে ইডি, সিবিআই এভাবে কাজ করত না। কারণ ২০১৪ সালের আগে কংগ্রেস সরকার এজেন্সিগুলিকে সেই ক্ষমতা দেয়নি কারণ তাদের দলজুড়ে দুর্নীতি রক্ষা করতে হবে২০১৪ সালের পর সরকার বদল হয়েছে। নতুন রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। যে কোনও এজেন্সিই হোক না কেন, তাদের অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে।” 

Add 1

cityaddnew

স

স