নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের গোন্ডা-মানকাপুর শাখায় চণ্ডীগড়-ডিব্রুগড় ট্রেন লাইনচ্যুত দুর্ঘটনা নিয়ে দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। এই ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই বলেন, “এটা তদন্তের বিষয়। ট্রেন সংক্রান্ত অনেক ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছে মানুষ। যদি কেউ সবচেয়ে বড় অপরাধী হন, তবে তিনি হলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। মৃতদের পরিবারকে অন্তত ৫০-৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।”