স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীর দিনই সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে দিলেন- বাংলার এই মুহূর্তের বড় খবর

কি বললেন সুদিপ বন্যোপাধ্যায়?

author-image
Aniket
New Update
sudip parliament.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তার আদর্শ এবং দেশের প্রতি নিজের মনের কথা বলে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "আমি অনুভব করি যে বিশ্ব শান্তি পুনরুদ্ধারের জন্য স্বামীজির আদর্শ, দর্শন আজকাল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই সময়ে দেশে যে পরিস্থিতি রয়েছে তা কেবল স্বামীজির আশীর্বাদ এবং দর্শনের মাধ্যমেই কাটিয়ে উঠতে পারে।" তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এক ডলার 84 টাকা ছাড়িয়েছে। তাই টাকার মান ক্রমশ কমছে এবং জিডিপি কমছে। বিশ্ব মুদ্রা বাজারে ভারতীয় মুদ্রার মূল্য সর্বনিম্ন পরিমাণের দিকে যাচ্ছে। তাই আমাদের সকলকে খুব সতর্ক থাকতে হবে। ডঃ মনমোহন সিং আমাদের দেখিয়েছেন অর্থনীতি কি, উদারীকৃত অর্থনীতি কি।" দিল্লি নির্বাচন সম্পর্কে, তিনি বলেছেন, "আমাদের ১০০ শতাংশ মতামত যে শুধুমাত্র AAP দিল্লির মানুষের জন্য সর্বোত্তম করতে পারে। আমি জনগণের কাছে AAP-কে ভোট দেওয়ার আবেদন করব।"