কংগ্রেসের ইস্তাহার, দেশের রাজনৈতিক ইতিহাসে 'ন্যায় কা দস্তভেজ'

২০২৪ লোকসভা নির্বাচন শুরু হতে বাকি নেই আর বেশি দিন। সেই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে। আজ কংগ্রেস লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে।

author-image
Probha Rani Das
New Update
mallikkw2.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের ইস্তাহার নিয়ে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “আমাদের এই ইস্তেহার দেশের রাজনৈতিক ইতিহাসে 'ন্যায় কা দস্তভেজ' হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। রাহুল গান্ধীর নেতৃত্বে পরিচালিত ভারত জোড়ো ন্যায় যাত্রায় পাঁচটি স্তম্ভের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল: যুব ন্যায়, কিষাণ ন্যায়, নারী ন্যায়, শ্রমিক ন্যায় এবং হিসেদারি ন্যায়। এই পাঁচটি স্তম্ভের মধ্যে ২৫টি গ্যারান্টি আসে এবং প্রতি ২৫টি গ্যারান্টিতে কেউ না কেউ লাভবান হয়, এর আওতায় আমাদের এখানে আমাদের ইশতেহার আছে।

mallikkw1.jpg

Add 1