ভারত জোটের নেতা কে? ইস্তেহার বাস্তবায়ন করবে কে? ফের বিজেপির প্রশ্নের ফাঁদে কংগ্রেস

খুব শীঘ্রই শুরু হতে চলেছে ২০২৪ লোকসভা নির্বাচন। এরইমধ্যে কংগ্রেসের ইস্তেহার প্রকাশ নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
tejaswiio2.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এমপিএলএডিএস তহবিল সম্পর্কে, বিজেপির বর্তমান সাংসদ এবং বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা আসনের প্রার্থী তেজস্বী সূর্য বলেছেন, “এমপিল্যাডদের পরিকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে আমরা নির্বাচনী এলাকায় সর্বাধিক পরিমাণ অর্থ ব্যয় করেছি। কোভিডের সময় নির্বাচনী এলাকায় স্বাস্থ্য পরিকাঠামো স্থাপন ও ঢেলে সাজানোর সুযোগ পেয়েছি।

tejaswiio1.jpg

কংগ্রেসের ইস্তেহার সম্পর্কে তিনি বলেন, “কংগ্রেস ৩০০ পাতার ইস্তেহার প্রকাশ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ইস্তেহার বাস্তবায়ন করবে কে? ভারত জোটের নেতা কে? কংগ্রেসের নেতা কে? তাদের কোনো নেতা নেইনেতৃত্বহীন ইশতেহার মোটেও ইশতেহার নয়।” 

Add 1