বেআইনিভাবে গ্রেপ্তার! ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

দিল্লি পুলিশের বিরুদ্ধে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ উঠল।

author-image
Tamalika Chakraborty
New Update
advocate

নিজস্ব সংবাদদাতা: একটি MCOCA মামলায় AAP বিধায়ক নরেশ বালিয়ানের গ্রেপ্তারের প্রসঙ্গে আইনজীবী ডাঃ এনসি শর্মা বলেছেন, "আমরা MCOCA-এর অধীনে গ্রেপ্তারের ভিত্তিকে চ্যালেঞ্জ করব। MCOCA-এর অধীনে গ্রেপ্তারের  জন্য কিছু নিয়ম রয়েছে কিন্তু পুলিশ সেগুলি অনুসরণ করেনি। আইন অনুযাযী গ্রেপ্তার করেনি, এই গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি।"

 

প্রসঙ্গত, AAP বিধায়ক নরেশ বালিয়ানকে চাঁদাবাজির মামলায় জামিন পাওয়ার পরে একটি MCOCA মামলায় দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে রাউজ এভিনিউ কোর্ট থেকে ক্রাইম ব্রাঞ্চ অফিসে নিয়ে যাওয়া হচ্ছে।