নিজস্ব সংবাদদাতাঃ জাতিগত আদমশুমারি সংক্রান্ত মামলায় সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেছে কেন্দ্রীয় সরকার। বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এই হলফনামায় প্রতিক্রিয়া জানিয়েছেন। জাতিগত আদমশুমারি নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রের দেওয়া হলফনামা প্রসঙ্গে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, "তাদের (বিজেপি) কোনও জ্ঞান নেই। তারা শুধু মিথ্যা বলতে এবং সত্যকে দমন করতে জানে। এমনকি হলফনামায়ও তারা এর (জাতিগত আদমশুমারি) বিরোধিতা করেছেন। এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে বিজেপি এটি চায় না এবং এর বিরোধিতা করছে। যদি তারা এটি সমর্থন করে, তবে তাদের উচিত সারা দেশে এটি (জাতিগত আদমশুমারি) পরিচালনা করা।"