হৃদরোগে আক্রান্ত ২০ জন শিশু, তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে ভিন রাজ্যে

হৃদরোগে আক্রান্ত ২০ জন শিশুকে চিকিৎসার জন্য আহমেদাবাদে পাঠানোর প্রসঙ্গে বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে বলেছেন, "এমন ২০ জন শিশুকে চিহ্নিত করা হয়েছে যাদের হার্টে ছিদ্র রয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
bihar health minister.JPG

নিজস্ব সংবাদদাতা: হৃদরোগে আক্রান্ত ২০ জন শিশুকে চিকিৎসার জন্য আহমেদাবাদে পাঠানোর  প্রসঙ্গে বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে বলেছেন, "এমন ২০ জন শিশুকে চিহ্নিত করা হয়েছে যাদের হার্টে ছিদ্র রয়েছে। স্বাস্থ্য বিভাগ একটি 'বাল হৃদয় যোজনা' চালায় যাতে আহমেদাবাদে এই ধরনের শিশুদের বিনামূল্যে চিকিৎসা করা হয়। বিহার সরকার শিশু এবং তাদের বাবা-মাকে বিনামূল্যে সেখানে পাঠায় চিকিৎসার জন্য।"

 

 tamacha4.jpeg