দেড় বছরেই স্বপ্নভঙ্গ? ফের কংগ্রেসে 'ঘর ওয়াপসি' নেতার

ফের কংগ্রেসে 'ঘর ওয়াপসি' হচ্ছে এই নেতার। করলেন বিস্ফোরক মন্তব্য।

author-image
SWETA MITRA
New Update
imran.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আগামী শনিবার অক্টোবর এক নেতার বড় রাজনৈতিক দলে রদবদলের ঘটনার সাক্ষী থাকতে চলেছে দেশ। জানা গিয়েছে, আবারও একবার কংগ্রেসে যোগ দিতে চলেছেন পশ্চিম উত্তরপ্রদেশের অন্যতম মুসলিম মুখ ইমরান মাসুদ (Imran Masood)। দেড় বছর আগে কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টি এবং তারপর বিএসপিতে যোগ দেওয়া ইমরান এখন কংগ্রেসে ফিরে আসছেন। ইমরান বলেন, তিনি কংগ্রেস ছাড়তে চাননি, কিন্তু কর্মীদের চাপের কারণে তাঁকে দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল। উত্তরপ্রদেশের সাহারানপুরে কংগ্রেসে ফিরে ইমরান মাসুদ বলেন, "বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছেন। এর পরে রূপান্তরের একটি যুগ শুরু হয়েছিল। এর আগেও আমি যখন পার্টিতে ছিলাম, তখন আমার কাজের দারুণ অভিজ্ঞতা ছিল। দুর্ভাগ্যবশত, ১-১.৫ বছর আমি দলের অংশ ছিলাম না। এখন আমি 'ঘর ওয়াপসি' করছি।" দেখুন...