নিজস্ব সংবাদদাতাঃ কর্নাটকে নতুন করে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস (Congress)। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে ফের বিজেপিতে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার (Jagadish Shettar)। শেট্টারকে কর্ণাটকের প্রভাবশালী লিঙ্গায়েত সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতা হিসাবে বিবেচনা করা হয়। এদিকে দল বদল প্রসঙ্গে শেট্টার জানালেন, ‘অতীতে দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে। কিছু সমস্যার কারণে আমি কংগ্রেস পার্টিতে গিয়েছিলাম। গত ৮-৯ মাসে অনেক আলোচনা হয়েছে, বিজেপি কর্মীরাও আমাকে বিজেপিতে ফিরে আসতে বলছিলেন। ইয়েদুরাপ্পাজি এবং বিজয়েন্দ্রজিও চেয়েছিলেন আমি বিজেপিতে ফিরে আসি। নরেন্দ্র মোদীজিকে ফের প্রধানমন্ত্রী হতে হবে, এই বিশ্বাস নিয়েই ফের দলে যোগ দিলাম।‘