নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যায় রামনবমী উদযাপন সম্পর্কে রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, “এটি জাঁকজমকের সাথে উদযাপিত হচ্ছে কারণ ভগবান রাম এখন তাঁর নতুন বাসভবনে রয়েছেন। মন্দিরকে সাজানো হয়েছে। অনুষ্ঠান আজ রাত ৩টায় শুরু হবে। রামলালার পরনে থাকবে হলুদ পোশাক। তাঁকে ৫৬টি ভোগ দেওয়া হবে। তিন ধরনের পাঞ্জিরিও দেওয়া হবে। পঞ্চামৃতও দেওয়া হবে। দর্শন চলবে ভোর ৩টে থেকে ১২টা পর্যন্ত।”