নিজস্ব সংবাদদাতাঃ রাম মন্দিরের 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠান নিয়ে কবি কুমার বিশ্বাস বলেন, "এই নিয়ে রাজনৈতিক বিতর্ক ছিল তৎকালীন রাজনীতির ভুল পদক্ষেপ। ৫০০ বছরের লড়াই, বর্তমান সরকার সবকিছু বদলে দিয়েছে, তাই মানুষের দুঃখ এখন সুখ আর উচ্ছ্বাসে রূপান্তরিত হয়েছে।"
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)