নিজস্ব সংবাদদাতাঃ এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে নিশানা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। গতকাল উদয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন যে রাজ্যে কংগ্রেস সরকার রয়েছে তাই পিএফআইয়ের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি নির্ভয়ে মিছিল বের করে। এদিকে প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যকে ঘিরেই বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কেউ প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করেছে অথবা তাকে সঠিকভাবে অবহিত করা হয়নি। গতকাল তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা গণতন্ত্রে আপত্তিকর। অথবা রাজস্থানের বর্তমান রাজনৈতিক পরিবেশের কারণে তিনি নার্ভাস হয়ে পড়েছেন এবং এই ধরনের মন্তব্য করছেন। কানহাইয়া লালকে খুন করে বিজেপির লোকেরা। আমরা ২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছিলাম। তারপর এনআইএ ওই দিনই মামলাটি হাতে নিয়েছিল, কিন্তু আমরা কোনও আপত্তি জানাইনি। এখন এনআইএ-র এগিয়ে আসা উচিত এবং মামলার বিশদ বিবরণ দেওয়া উচিত। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এ ধরনের ভাষা ব্যবহার করবেন না। আমরা মতাদর্শের ভিত্তিতে নির্বাচন লড়ছি এবং তাঁর উচিত এটিকে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে দেওয়া।‘