নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী মোদীর ওয়ানাড সফর প্রসঙ্গে কংগ্রেস নেতা হরিশ রাওয়াত বলেন, "ওয়ানাডের বিষয়টি প্রাকৃতিক বিপর্যয়। আর এর মধ্যে কোনও রাজনীতি থাকা উচিত নয়। ওয়ানাডকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী একটি ভাল বার্তা দিয়েছেন। এই বার্তাকে তিনি জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করলে এই বার্তা আরও জোরালো হবে। সেখানে অনেক কাজ করতে হবে। যা মনে হচ্ছে, পরিস্থিতি কেদারনাথ বিপর্যয়ের থেকেও খারাপ। কেদারনাথে হাজার হাজার মানুষ মারা গেলেও ওয়েনাডের বিপর্যয়ের আকার অনেক গভীর ও বিশাল।"
#WATCH | Delhi: On PM Modi's Wayanad visit, Congress leader Harish Rawat says, "The matter of Wayanad is of a natural disaster. And there should not be any politics in it. The PM has given a good message by keeping Wayanad as his priority. This message will strengthen even… pic.twitter.com/DcCk9kYic4