নিজস্ব সংবাদদাতাঃ পিডিপি নেত্রী মেহবুবা মুফতির বক্তব্যের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা বলেন, “উনি কী বলেছেন তা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। নিজের পায়ে দাঁড়িয়ে আছে জাতীয় সম্মেলন। এ নিয়ে তার অভিযোগ থাকবে কেন। আমরা যদি জোটের (ভারত) অংশ হই, তাহলে তারাও জোটের অংশ। ন্যাশনাল কনফারেন্সের তিনজন জিতলে তারা ভারত জোটের পক্ষে জয়ী হবেন। তাহলে সমস্যা কোথায়।”
/anm-bengali/media/media_files/Orzzub9kMwoCCJE29Bgz.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/NBAKptOTDC1TPOxAAkrY.webp)