নিজস্ব সংবাদদাতা : ১১ নভেম্বর সংসদে অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে মূল আলোচ্য বিষয় হবে বাংলার ভোট পরবর্তী হিংসা। এই বৈঠকে মোট ৩১ জন সাংসদ উপস্থিত থাকবেন, যার মধ্যে শাসক এবং বিরোধী দলের সদস্যরা মিলিয়ে ১৩ জন বিজেপি এবং তার সহযোগী দল থেকে, আর ১৮ জন বিরোধী দলের সদস্য। সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাধামোহন দাস আগরওয়াল। তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে এই কমিটিতে উপস্থিত থাকবেন কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
বৈঠকে ভোট পরবর্তী হিংসার বিষয়টি ১০টি আলোচ্য বিষয়ে ৯ নম্বরে রাখা হয়েছে। ২০১৬ সালে তৃণমূলের দ্বিতীয় সরকার গঠনের পর থেকে রাজ্যের বিরোধী দলগুলো, বিশেষ করে বিজেপি এবং বাম দলগুলো, রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে বারবার অভিযোগ তুলেছে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০২১ সালের বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচন এবং ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে সহিংসতার ঘটনা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলও রাজ্যে এসে প্রতিবেদন দিয়েছে। এই সকল ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে বিরোধীরা আক্রমণ শানিয়েছে।
তবে, বৈঠকে যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয়, তা তৃণমূল কংগ্রেস একেবারে মেনে নেবে না। সংসদীয় কমিটির সদস্য তৃণমূল সাংসদ মালা রায় এই প্রসঙ্গে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসাকে একতরফাভাবে তুলে ধরলে তৃণমূল তীব্র প্রতিবাদ করবে। তিনি বলেন, "যদি শুধুমাত্র বাংলা নিয়ে আলোচনা হয়, তবে তৃণমূল তার প্রতিবাদ জানাবে। তবে, যদি অন্যান্য রাজ্যগুলিতেও ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ উঠে, তবে সে বিষয়ে আলোচনা হতে পারে।"
এদিকে, বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যে সবচেয়ে বেশি ভোট পরবর্তী হিংসা ঘটেছে, তাই বাংলার প্রসঙ্গ বেশি গুরুত্ব পাবে। বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন, "বিভিন্ন রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, কিন্তু বাংলায় তা সবচেয়ে বেশি হয়েছে। তাই এখানে বেশি আলোচনা হবে, তবে সব রাজ্য নিয়েই আলোচনা হবে।" কমিটির বৈঠক সামনে রেখে রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে, শাসক দলের বিরুদ্ধে চাপ তৈরি করার জন্য বাংলা ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে, যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য বহন করতে পারে।