নির্বাচনের আগেই কমলো গ্যাসের দাম, বিস্ফোরক বার্তা এই সাংসদের

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছে।

author-image
Probha Rani Das
New Update
jksdwwq.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো প্রসঙ্গে এনসিপি (এসসিপি) সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, “আমি মোটেও অবাক হইনি। টাইমিং দেখে নিন। গত ৯ বছর ধরে তারা ক্ষমতায় আছে। এ নিয়ে আরও আগে ভাবেননি কেন? ঠিক যখন নির্বাচন, মানে আগামী ৫-৬ দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে, 'ইয়ে অউর এক জুমলা হ্যায়'। আমাদের সরকারের আমলে সিলিন্ডার ছিল ৪৩০ টাকা। কেন এখন এই দামে তারা দেয় না?” 

Add 1

স্ব

স