নিজস্ব সংবাদদাতাঃ বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের রাজ্যসভার ওয়েলে ঢোকা প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "এমন একজন প্রবীণ নেতাকে আজ কথা বলতে দেওয়া হল না। আমরা কেবল প্রশ্নপত্র ফাঁস এবং এনইইটি এর ঘটনাগুলো প্রথমে আলোচনার জন্য নিতে চেয়েছিলাম। তিনি আলোচনার দাবিতে হাত তুলতে থাকেন কিন্তু তাঁর প্রচেষ্টা উপেক্ষা করা হয় এবং শেষ পর্যন্ত খাড়গেজিকে সভার ওয়েলে প্রবেশ করতে হয়। আজ বলা হচ্ছে যে এর আগে কখনও কোনও বিরোধী দলনেতা ওয়েলে প্রবেশ করেনি। ২০১৯ সালের ৫ আগস্ট যখন জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ সংক্রান্ত বিল আনা হয়েছিল, তখন তৎকালীন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ প্রতিবাদে ওয়েলে নেমে পড়েছিলেন। আজ খাড়গেজি বারবার রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করতে থাকেন তাঁকে কথা বলার অনুমতি দেওয়ার জন্য, কিন্তু তিনি খাড়গেজিকে উপেক্ষা করতে থাকেন। ৪-৫ ঘণ্টার বিতর্ক হতো, শিক্ষামন্ত্রী বিবৃতি দিতেন এবং সেটাই হতো।"