লোকসভার স্পিকার নির্বাচন, ইন্ডিয়া জোটের দাবি ও বক্তব্য আপত্তিকর! কটাক্ষ নেতার

লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে ইন্ডিয়া জোটকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন জেডিইউ মুখপাত্র কেসি ত্যাগী।

author-image
Probha Rani Das
New Update
kc tyagi.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে জেডিইউ মুখপাত্র কেসি ত্যাগী বলেন, "লোকসভার স্পিকারের পদটি বিধানসভার সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ। ওই আসনে শাসক দলের প্রথম অধিকার রয়েছে।

kc tyagi.JPG

তিনি আরও বলেছেন, “ইন্ডিয়া জোটের দাবি ও বক্তব্য আপত্তিকর। সেই পদে বিজেপি বা এনডিএ-র প্রথম অধিকার রয়েছে। আমরা বিশ্বাস করি যে বিজেপি এনডিএর বড় দল। আমি গত ৩৫ বছর ধরে এনডিএ-তে রয়েছি। বিজেপি কখনও কোনও দল ভাঙার চেষ্টা করেনি। টিডিপি এবং জেডিইউ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা কখনই এনডিএকে দুর্বল করার চেষ্টা করব না।” 

Add 1