নিজস্ব সংবাদদাতাঃ লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে জেডিইউ মুখপাত্র কেসি ত্যাগী বলেন, "লোকসভার স্পিকারের পদটি বিধানসভার সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ। ওই আসনে শাসক দলের প্রথম অধিকার রয়েছে।”
তিনি আরও বলেছেন, “ইন্ডিয়া জোটের দাবি ও বক্তব্য আপত্তিকর। সেই পদে বিজেপি বা এনডিএ-র প্রথম অধিকার রয়েছে। আমরা বিশ্বাস করি যে বিজেপি এনডিএর বড় দল। আমি গত ৩৫ বছর ধরে এনডিএ-তে রয়েছি। বিজেপি কখনও কোনও দল ভাঙার চেষ্টা করেনি। টিডিপি এবং জেডিইউ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা কখনই এনডিএকে দুর্বল করার চেষ্টা করব না।”