নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের নাসিকের রামলীলা ময়দানে কিষাণ মহাপঞ্চায়েত নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "আজ ভারত জোড়ো ন্যায় যাত্রার ৬১তম দিন। তিনি (রাহুল গান্ধী) জনসভা ও রোড শোতে ভাষণ দেবেন। আগে কৃষকদের সঙ্গে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হতো, কিন্তু এখন সরকার তাদের (কৃষকের) চাপে রয়েছে। অবশেষে ওঁরা (কৃষকরা) মহাপঞ্চায়েত আয়োজনের অনুমতি পেয়েছেন।"