রাজ্যকে সন্ত্রাসবাদী বলে কটাক্ষ কঙ্গনার! ২২ হাজার কর্মীর মৃত্যু! রেগে গেলেন কংগ্রেস নেতা

কঙ্গনা রানাওয়াত-সিআইএসএফ কনস্টেবল ঘটনা নিয়ে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রণধাওয়া।

author-image
Probha Rani Das
New Update
Sukhjinder Singh Randhawa1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কঙ্গনা রানাওয়াত-সিআইএসএফ কনস্টেবল ঘটনা নিয়ে কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রণধাওয়া বলেন, “সিকিউরিটি চেকের সময় কেউ কাউকে চড় মারলে আমি তা সমর্থন করি না। এমনটা হওয়ার কথা নয়। কিন্তু পরে কঙ্গনা রানাওয়াত গোটা পাঞ্জাবকে সন্ত্রাসবাদী বলে কটাক্ষ করেন।

Sukhjinder Singh Randhawa2.jpg

তিনি আরও বলেন, “এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য, আমরা পাঞ্জাবিরা আমাদের রক্ত ঝরিয়েছি। সন্ত্রাসবাদের সময় তিনি কোথায় ছিলেন, বিজেপি কোথায় ছিলেন তা আমরা জানি না। সেখানে ২২ হাজার কংগ্রেস কর্মী প্রাণ দিয়েছেন। তিনি যা বলেছেন তা ভুল এবং সংসদে এর জবাব দেওয়া হবে।” 

Add 1