নিজস্ব সংবাদদাতাঃ আজ ১৭ই অক্টোবর, আন্তর্জাতিক অভিধম্ম দিবস। এই আবহেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির বিজ্ঞান ভবনে বৌদ্ধ ভিক্ষুদের সংবর্ধনা দিয়ে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও, আজ তিনি পালি ভাষাকে, শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
#WATCH | Prime Minister Narendra Modi felicitates Buddhist monks during the celebration of International Abhidhamma Divas and recognition of Pali as a classical language at Vigyan Bhavan, New Delhi pic.twitter.com/dtbbzydjsa