কংগ্রেস প্রধানের উপর হামলা, চোখে আঘাত! শোরগোল পড়ল রাজ্যে

ওড়িশা কংগ্রেসের প্রধান শরৎ পট্টনায়ককে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
।্‌ম

নিজস্ব সংবাদদাতাঃ তাঁর দিকে ছোড়া কালি প্রসঙ্গে ওড়িশা কংগ্রেসের প্রধান শরৎ পট্টনায়ক বলেন, "আমার বাম চোখে সামান্য আঘাত লেগেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। চিন্তার কিছু নেই। আমরা ভয় পাই না। আমরা ওড়িশায় কংগ্রেস সংগঠনকে আরও শক্তিশালী করতে চলেছি।" 

Add 1