নিজস্ব সংবাদদাতাঃ হাথরাসে পদপিষ্ট হওয়া প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। স্থানীয় আয়োজকরা 'ভোলে বাবা' অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
অনুষ্ঠান শেষে সৎসঙ্গের প্রচারক যখন মঞ্চ থেকে নেমে আসছিলেন, তখন হঠাৎ একদল ভক্ত তাঁকে স্পর্শ করার জন্য তাঁর দিকে এগিয়ে যেতে শুরু করেন এবং 'সেবাদাররা' তাঁদের থামিয়ে দিলে সেখানেই এই দুর্ঘটনা ঘটে।
পুরো বিষয়টি খতিয়ে দেখতে আমরা আগ্রার অতিরিক্ত ডিজির নেতৃত্বে একটি টিম গঠন করেছি এবং তাদের বিস্তারিত রিপোর্ট দিতে বলেছি। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি সেখানে অবস্থান করছেন। রাজ্য সরকারের তিন মন্ত্রী চৌধুরী লক্ষ্মী নারায়ণ, সন্দীপ সিং, অসীম অরুণ, তিনজনই ঘটনাস্থলে রয়েছেন।”