নিজস্ব সংবাদদাতাঃ আজ সাত সকালে দিল্লির মন্ত্রী রাজ কুমার আনন্দের (Raj Kumar Anand) বাড়িতে শুরু হয় ইডির অভিযান। এদিকে ইডি (ED)-র অভিযান প্রসঙ্গে একপ্রকার বোমা ফাটালেন বিজেপি নেতা হরিশ খুরানা (Harish Khurana)। তিনি বলেছেন, "শুধু অরবিন্দ কেজরিওয়াল নয়, তাঁর পুরো মন্ত্রিসভা কেলেঙ্কারিতে ব্যস্ত। আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে ইডি। রিপোর্ট অনুযায়ী, এটি হাওয়ালা এবং কাস্টমসের বিষয় এবং কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে, এর ভিত্তিতে ইডি আজ অভিযান চালিয়েছে। কিছুদিনের মধ্যেই আম আদমি পার্টির তরফ থেকে একটা সিরিজ শুরু হবে যে এটা ষড়যন্ত্র ও প্রতিহিংসার রাজনীতি, যে তাঁরাই এর শিকার। তাদের বুঝতে হবে যে পদক্ষেপটি আইন অনুযায়ী। আপনি যদি কোনও ভুল না করেন তবে ভয় পাওয়ার দরকার নেই। আপনি যদি দুর্নীতিগ্রস্ত হন তবে আপনার ভয় যুক্তিসঙ্গত। সকলের উদ্বিগ্নতা দেখায় যে পুরো সরকার দুর্নীতিগ্রস্ত"। দেখুন ভিডিও…