নিজস্ব সংবাদদাতাঃ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩-২৪ সম্পর্কে বিজেপি নেতা গৌরব বল্লভ বলেছেন, "আজ যে সমীক্ষা এসেছে তাতে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বে একমাত্র ভারতই উচ্চ বৃদ্ধি এবং নিম্ন মুদ্রাস্ফীতির উপর দাঁড়িয়ে আছে। এতে দেশের অর্থনৈতিক শক্তি ফুটে উঠেছে।”
#WATCH | Delhi: On Economic Survey 2023-24, BJP leader Gourav Vallabh says "The survey that has come today shows that in the whole world, only India is there which is standing on the high growth and low inflation...This shows the economic power of the country..." pic.twitter.com/llI2fn7CKU