নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের রায়ে স্থগিতাদেশ প্রসঙ্গে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। আদালত ও তদন্ত সংস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আম আদমি পার্টির উচিত আদালতের সিদ্ধান্তকে সম্মান করা শিখতে হবে। জামিন কোনও শিথিলতা নয়।”
দিল্লির মন্ত্রী অতিশী জলসঙ্কট নিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন, সেই নিয়ে তিনি বলেন, “আপ নেতা তথা দিল্লির মন্ত্রী অতিশী জল সঙ্কটের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। দিল্লি সরকারের দায়িত্ব ছিল মানুষকে জল পৌঁছে দেওয়া। তিনি তার নিজের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন।”