জেলওয়ালা' মুখ্যমন্ত্রী এখন 'জামিনওয়ালা'! পদত্যাগ কেজরির? ঘোষণা বিজেপি নেতার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন প্রসঙ্গে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া।

author-image
Aniruddha Chakraborty
New Update
jlkb

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন প্রসঙ্গে বিজেপি নেতা গৌরব ভাটিয়া বলেছেন, "সুপ্রিম কোর্ট আরও একবার 'কাট্টার বেইমান' আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে আয়না দেখিয়েছে। তিনি শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। 'জেলওয়ালা' মুখ্যমন্ত্রী এখন 'জামিনওয়ালা'র মুখ্যমন্ত্রী। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, দিল্লির মানুষের কণ্ঠস্বর অনুযায়ী অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কিন্তু তিনি তা করবেন না কারণ তার নৈতিকতার এক ফোঁটাও নেই। তিনি বলতেন, অভিযোগ থাকলেও একজন রাজনীতিবিদের পদত্যাগ করা উচিত। আর এখন জামিনে বাইরে, ৬ মাস জেলে ছিলেন, কিন্তু পদত্যাগ করছেন না। ভরাষ্ট্রচার যুক্ত, মুখ্যমন্ত্রী অভিযুক্ত। এখন তিনি আসামির কাতারে।" 

প্রসঙ্গত, অবশেষে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই-এর দায়ের করা দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চ। গত ৫ সেপ্টেম্বর এই মামলার রায় সংরক্ষিত রেখেছিল আদালত। তাঁর জামিনের আবেদন খারিজ এবং সিবিআই-এর দায়ের করা দুর্নীতির মামলায় তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দুটি পৃথক পিটিশন দায়ের করেছিলেন কেজরিওয়াল। এদিন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেও, অরবিন্দ কেজরিবালের গ্রেফতারিকে বৈধ বলেই মানল সুপ্রিম কোর্ট। যেহেতু, এই মামলায় বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলবে, তাই আপ প্রধানের জামিন মঞ্জুর করল আদালত। কেজরিওয়াল জামিনে জেলের বাইরে এলে তথ্য-প্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আশঙ্কাকে গুরুত্বই দিল না সুপ্রিম কোর্ট।