কংগ্রেসের পরিবারতন্ত্রের শেষ নির্বাচন, গান্ধী পরিবারের সূর্যাস্ত, এ কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এক বিবৃতির বিষয় নিয়ে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

author-image
Probha Rani Das
New Update
BJP Rajeev Chandrasekhar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের "২০২৪ সালে মোদী ক্ষমতায় এলে ভারতে আর নির্বাচন হবে না" এই মন্তব্য সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, “মল্লিকার্জুন খাড়গে কর্ণাটকের অত্যন্ত অভিজ্ঞ, প্রবীণ নেতা। আমি নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো দোষারোপ করতে চাই না। বস্তুত, উনি যা বলতে চাইছেন, তা হল, রাহুল গান্ধী যে পথে হাঁটছেন, সেই পথে হাঁটতে থাকলে এটাই হবে কংগ্রেসের শেষ নির্বাচন। খাড়গে সাহেবের প্রেসিডেন্সির জন্যই এটাই কংগ্রেসের শেষ নির্বাচন। সমস্ত ভারতীয়দের জন্য একটি সূর্যোদয় রয়েছে। এটা সম্ভব যে এটি কংগ্রেস এবং ইন্ডি জোটের পরিবারতন্ত্রের রাজনীতির সূর্যাস্ত হতে পারে। এর জন্য গান্ধী পরিবার এবং গত ৭৫ বছর ধরে তারা যে পরিবারতন্ত্রের রাজনীতি করে আসছে তা ছাড়া আর কেউ দায়ী নয়।

স্ব

স

স