নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের 'পেয়ারি দিদি' স্কিমের বিষয়ে, কর্ণাটকের ডিআই সিএম ডি কে শিবকুমার বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "তাদের (এএপি) প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যাবে না। আমরা ইতিমধ্যেই আমাদের স্কিম (কর্নাটকে) বাস্তবায়ন করেছি। আমরা দিল্লির জনগণকে আমাদের উপর নির্ভর করার জন্য অনুরোধ করছি, আমরা যা প্রতিশ্রুতি দিই আমরা তা পূরণ করব।"