রাহুল গান্ধীর মন্তব্যে মর্মাহত! আগামীকাল লোকসভায় জবাব দেবেন প্রধানমন্ত্রী! ঘোষণা হয়ে গেল

লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হিন্দুদের নিয়ে করা মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সেই নিয়ে মন্তব্য করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

author-image
Probha Rani Das
New Update
rahul modi india.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভাষণ প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আগামীকাল প্রধানমন্ত্রী লোকসভায় জবাব দেবেন। আজ বিরোধী দলনেতা যখন এসে বক্তব্য শুরু করলেন, তখন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

kiren rijijukl.jpg

আজ তার বক্তব্যে আমরা যা দেখেছি, তাতে আমরা খুবই মর্মাহত। স্পিকারের চেয়ারে থেকে তাঁকে বারবার বলা হয়, কথা বলার সময় স্পিকারের দিকে মুখ ফেরানো চলবে না। তিনি বারবার সাংসদদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন এবং বারবার স্পিকারের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। বিতর্কের মাত্রা অনেক নিচে নেমে গেছে। এমনটা আমরা আগে কখনো দেখিনি।

আজ রাহুল গান্ধীর কাছ থেকে নতুন সাংসদদের শেখার আর কিছুই অবশিষ্ট নেই। আমি খুব দুঃখিত যে রাহুল গান্ধী আমাদের সংসদীয় ব্যবস্থাকে এতটা অবনমিত করেছেন, তবে কংগ্রেসে কিছু প্রবীণ নেতা রয়েছেন, আমি এখনও আবেদন করি, তাদের তাকে কিছু জ্ঞান দেওয়া উচিত।” 

Adddd