চন্দ্রযান ৪, ২০৪০-এ ফের চাঁদে অবতরণ ভারতের? কি বললেন ইসরোর চেয়ারম্যান?

চন্দ্রযান ৪ নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
jjkkrq1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চন্দ্রযান-৪ নিয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, “চন্দ্রযান-৪ এমন একটি ধারণা যা আমরা এখন চন্দ্রযান সিরিজের ধারাবাহিকতা হিসাবে বিকাশ করছি। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ২০৪০ সালে কোনও ভারতীয় চাঁদে অবতরণ করবে, যদি তা ঘটতে হয় তবে আমাদের বিভিন্ন ধরণের অবিচ্ছিন্ন চাঁদ অনুসন্ধান করা দরকার। চন্দ্রযান-৪ সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপ হল চাঁদে নৈপুণ্য পাঠানো এবং নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা।” 

Add 1