৪০০ পার থেকে এখন ৩০০ পার! প্রথম দফার ভোটের পর বড় বদল

শুরু হয়ে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন। প্রথম দফা ভোটের পর দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। এই নিয়ে বিজেপিকে নিশানা করে বিশেষ মন্তব্য করেছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

author-image
Probha Rani Das
New Update
Bhupesh Baghelq1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির '৪০০ পার' স্লোগান প্রসঙ্গে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, “এখন বিজেপি '৪০০ পার' বলা বন্ধ করে দিয়েছে। শুরুতে তারা এ কথা বললেও এখন তারা নিজেরাই বলছে ৩০০ আসন পেলে বড় কথা হবে। এখন প্রথম দফার নির্বাচনের পর আলোচনা চলছে যে তাদের ২০০ আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। রাজস্থান, ছত্তিশগড়, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ থেকে বিজেপির জন্য খারাপ খবর আসতে চলেছে।”

Bhupesh Baghelq2.jpg

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “সংবিধান আমাদের অধিকার দিয়েছে। সংবিধান সবাইকে নিরাপত্তা দিয়েছে। সংবিধান আজ বিপন্ন। সংবিধান থাকলে গণতন্ত্র রক্ষা পাবে এবং যখন গণতন্ত্র রক্ষা করা হবে তখন আমরা সবাই আমাদের অধিকার ও নিরাপত্তা পাব।” 

Add 1