বিজেপি মহিলা কর্মীর মৃত্যু-জবাব দেবে দেশের মহিলারা! ৪ জুন মুখ্যমন্ত্রী মমতার শেষ দিন

নন্দীগ্রামে হিংসায় বিজেপি মহিলা কর্মীর মৃত্যু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেত্রী শাইনা এনসি।

author-image
Aniruddha Chakraborty
New Update
।মকনভ

নিজস্ব সংবাদদাতাঃ নন্দীগ্রামে হিংসায় বিজেপি মহিলা কর্মীর মৃত্যু প্রসঙ্গে বিজেপি নেত্রী শাইনা এনসি বলেন, "তৃণমূলের গুন্ডাদের কারণে ৩৮ বছরের এক মহিলার প্রাণহানি। প্রতিটি নির্বাচনেই আমরা সহিংসতা, খুন দেখেছি। তৃণমূল একেবারেই চুপ করে থাকে। একজন মহিলা প্রাণ হারলেও তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়)  একজন মহিলা মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করেননি। পশ্চিমবঙ্গ সরকার একের পর এক নির্বাচনে ব্যর্থ হয়েছে। এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রক্তপাত।  তৃণমূলকে জবাব দিতে হবে, কারণ তা না হলে দেশের মহিলা ভোটাররা জবাব দেবে এবং ৪ জুন তাদের বহিষ্কার করবে।" 

x

Add 1