সংসদে জাত নিয়ে প্রশ্ন, বিজেপি নেতাদের আন্তঃবর্ণ বা আন্তঃধর্মীয় বিবাহ-অপরিপক্ক অনুরাগ ঠাকুর, কিন্তু প্রধানমন্ত্রী মোদী...? বোমা ফাটালেন খাড়গে

অনুরাগ ঠাকুরকে আক্রমণ করলেন মল্লিকার্জুন খাড়গে।

author-image
Aniruddha Chakraborty
New Update
modi mallikarjunnq1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভায় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য এবং এই বিষয়ে বিজেপি নেতাদের প্রতিক্রিয়া সম্পর্কে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "সংসদে কটূক্তি করা হয়- সংসদে এটা হয় না। সংসদে কারও জাত নিয়ে প্রশ্ন উঠছে না। উনি (অনুরাগ ঠাকুর) ওঁকে (রাহুল গান্ধী) অপমান করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করেছেন। এটা ঠিক নয়। তাদের (বিজেপি) বেশ কয়েকজন প্রবীণ নেতা আন্তঃবর্ণ বিবাহ করেছেন। তাদের আয়নায় নিজেকে দেখতে হবে এবং তারপরে কথা বলতে হবে। তিনি (অনুরাগ ঠাকুর) অপরিপক্ক, কিন্তু প্রধানমন্ত্রীর টুইট করার কি দরকার ছিল? তাদের বেশ কয়েকজন নেতা আন্তঃবর্ণ বা আন্তঃধর্মীয় বিবাহে রয়েছেন। তারা কি সবার জাত সম্পর্কে জিজ্ঞাসা করবে? এটা অন্যায়, আমি এর নিন্দা জানাই। আমি প্রধানমন্ত্রীর টুইটেরও নিন্দা করছি। প্রধানমন্ত্রী মোদীর জানা উচিত কোথায় কথা বলতে হবে এবং কাকে রক্ষা করতে হবে। সেটা বাদ দিয়ে তিনি উস্কানিমূলক আবেগের কথা বলছেন। এটা সংসদে মানা দেওয়া উচিত নয়, এক্সপাঞ্জ করা উচিত।"