নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, "মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে এমনকি আমাদের দেশজুড়ে গভীরভাবে সম্মানিত। তিনি একজন প্রবীণ রাষ্ট্রনায়ক হিসাবে একজন স্থিতিশীল ব্যক্তিত্ব হবেন। বাংলাদেশের যে সঠিক ভাবমূর্তি দরকার, তা তিনি তুলে ধরবেন। আমরা স্থিতিশীলতা চাই। বাংলাদেশে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। যদিও আমরা হিন্দু মন্দির ভাঙচুর বা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার খবর দেখতে পাচ্ছি, আমরা বাংলাদেশি মুসলমানদের হিন্দুদের বাড়িঘর ও মন্দির রক্ষা করার খবরও দেখছি। শুধু নেতিবাচক বিষয়ের দিকে নজর দিলে চলবে না। আশা করছি পরিস্থিতি দ্রুত শান্ত ও স্থিতিশীল হবে। আশ্রয় আইন নেই। এখন তারা কী করতে চায় সেটা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপার। আমাদের দেশে শরণার্থী ও আশ্রয় আইন নিয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত আইনি প্রক্রিয়া নেই। কিন্তু যিনি ভারতের বন্ধু, তাকে আমরা কখনই নিরাশ করব না।"
#WATCH | Delhi: On Bangladesh Crisis, Congress MP Shashi Tharoor says, "Mohammed Yunus is deeply respected internationally and even across our country... He would be a stabilizing figure as an elder statesman... He would convey the right sort of image that Bangladesh need. We… pic.twitter.com/1kOw0VbbzZ