'সংবিধান ও আইনের উর্ধ্বে কেউ নেই', জানিয়ে দিলেন এথিক্স কমিটির প্রধান

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘টাকা ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলা’র অভিযোগ এনে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

author-image
SWETA MITRA
New Update
mahua sonakar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এথিক্স কমিটির (Ethics Committee) বৈঠককে ঘিরে পারদ তুঙ্গে রয়েছে। এদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে 'ক্যাশ ফর কোয়েরি'-র অভিযোগ প্রসঙ্গে বড় মন্তব্য করলেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর (Vinod Sonkar)। তিনি বলেন, "কমিটি সমস্ত অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করেছে এবং একটি রিপোর্ট তৈরি করেছে। বিকেলে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। রিপোর্টটি নিয়ে আলোচনা হবে এবং এটি গ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে। সংবিধান ও আইনের উর্ধ্বে কেউ নেই। রিপোর্টটি আজ লোকসভার স্পিকারের সামনে উপস্থাপন করা হবে।“