নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্স করেছে উভয় ক্রিকেট টিমই। পুরুষ এবং মহিলা, দুই বিভাগ থেকেই এসেছে সোনার পদক। আর এবার নাকি ১২৮ বছর পর অলিম্পিক্সে যুক্ত হতে চলেছে ক্রিকেট। যা জানা যাচ্ছে, ফ্ল্যাগ ফুটবল, বেসবল এবং সফটবলের সঙ্গে ২০২৮ সালের অলিম্পিকে জায়গা করে নিতে চলেছে ক্রিকেটও।
সেই অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি প্রসঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, “এর দুটি দিক আছে। প্রথম হল আইসিসি এটিকে কীভাবে দেখে, লাভ বা ক্ষতি কি হিসেবে দেখে, সেটি। আরেকটি হল বহু দেশ রয়েছে, যারা এখনও ক্রিকেটকে সেরকম জায়গায় নিয়ে যেতে পারেনি, তারা এই সিদ্ধান্তের পর সুযোগ পাবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আইসিসি দ্বারা অলিম্পিক হলে বিশ্বের দেশগুলির জন্য ক্রিকেটের জন্য বাজেট বরাদ্দ করা সহজ হবে। এটি সেই ১৯০ টি দেশে ক্রিকেটকে উত্থিত করবে যেখানে ক্রিকেটের সেই অবকাঠামো এবং সুযোগ-সুবিধা নেই। অতএব অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন জাগরণের দিক খুলে দেবে”।