বড়সড় দুর্ঘটনা, উল্টে গেল তেল ভর্তি ট্যাংকার

রবিবার মহারাষ্ট্রের (Maharashtra) পালঘরে মুম্বাই (Mumbai)-আহমেদাবাদ (Ahmedabad) সড়কে একটি তেলের ট্যাঙ্কার উল্টে (Accident) যায়। রাস্তায় তেল ছড়িয়ে পড়ার ফলে প্রায় দুই ঘন্টা যান চলাচল ব্যাহত হয়।

author-image
Pritam Santra
New Update
acci.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার মহারাষ্ট্রের (Maharashtra) পালঘরে মুম্বাই (Mumbai)-আহমেদাবাদ (Ahmedabad) সড়কে একটি তেলের ট্যাঙ্কার উল্টে (Accident) যায়। রাস্তায় তেল ছড়িয়ে পড়ার ফলে প্রায় দুই ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। এদিন ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। চারোটি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ট্যাংকারটিতে ৩৩ টন গাড়ির ইঞ্জিনের কাঁচামাল এবং  তেল ছিল। সাব-ইন্সপেক্টর জানান, গাড়িটি উল্টে যাওয়ার পর দাপছড়ি এলাকায় আরটিও চেকপোস্টের কাছে প্রায় এক কিলোমিটার পর্যন্ত তেল ছড়িয়ে পড়ে। ট্রাফিক পুলিশ, চেকপোস্টের কর্মী এবং স্থানীয় দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বালি দিয়ে নিয়ন্ত্রণে আনেন। দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।