তেলের ট্যাঙ্কার উল্টে ভয়াবহ আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর পুলিশ

পাঞ্জাবের লুধিয়ানায় তেলের ট্যাঙ্কার উল্টে গিয়ে লাগল ভয়াবহ আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে পুলিশ। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ৪-৫ টি দমকল বাহিনী।

author-image
Probha Rani Das
New Update
fireinpunjab.jpg

নিজস্ব সংবাদদাতা: বুধবার পাঞ্জাবে একটি তেলের ট্যাঙ্কার উল্টে যাওয়ায় বিপত্তি ঘটে। পাঞ্জাবের লুধিয়ানার খান্নায় একটি তেলের ট্যাঙ্কার এর সঙ্গে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা লাগলে সেটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। সেই নিয়ে স্থানীয় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দমকলবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে। 

প্রসঙ্গত এসএসপি খান্না আমনীত কোন্দাল জানিয়েছেন, “আমরা দুপুর সাড়ে ১২ টায় তথ্য পেয়েছি যে একটি ফ্লাইওভারের ডিভাইডারে আঘাত করার পরে একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিভিল ও পুলিশ প্রশাসনের সাথে ৪-৫ টি দমকল টেন্ডার অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছেছে। রাস্তার ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হয়েছে।”