রাজ্যের ভাষা, সাহিত্য, ইতিহাসের জন্য নির্বাচনে লড়াই বিজেপির! হুঙ্কার শাহের

২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে সরগরম গোটা দেশ। ইতিমধ্যেই পঞ্চম দফার ভোট সম্পন্ন হয়েছে। আজ ওড়িশায় এক জনসভায় বিশেষ ভাষণ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
Probha Rani Das
New Update
amit shahjk1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার ঢেঙ্কানলে একটি জনসভায় ভাষণ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি ভাষণ দিতে গিয়ে বলেছেন, “এবার বিজেপি ওড়িয়া ভাষা, ওড়িয়া সাহিত্য, ওড়িশার গর্ব এবং উৎকলভূমির ইতিহাসের জন্য বিধানসভা নির্বাচনে লড়াই করছে।

amit shahjk3.jpg

তিনি আরও বলেন, “বলুন তো, একজন 'তামিলবাবু' কি ওড়িশা শাসন করতে পারেন? নবীনবাবু 'তামিল বাবু'কে ওড়িশার রাজা বানিয়েছেন। এটাই ওড়িয়ার সম্মানের প্রশ্ন। এই বিজেডি সরকারকে উৎখাত করে বিজেপি আপনাকে এই মাটির সন্তান দেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওড়িয়া ভাষায় কথা বলে।” 

Add 1