Train Accident : পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন রাজা, ভেঙে পড়েছে পরিবার

পূর্ব চম্পারণ জেলার চিকনি গ্রামের বাসিন্দার এক শ্রমিকেরও মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ২৫ বছর বয়সী রাজার আট জন সঙ্গী গুরুতর আহত হন।

author-image
Pritam Santra
New Update
odisha train accident

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব চম্পারণ জেলার চিকনি গ্রামের বাসিন্দার এক শ্রমিকেরও মৃত্যু (Train Accident) হয়েছে। এই দুর্ঘটনায় ২৫ বছর বয়সী রাজার আট জন সঙ্গী গুরুতর আহত হন। তারা সকলেই শ্রমিক হিসাবে কাজ করার জন্য কেরালায় গিয়েছিলেন। সমস্ত শ্রমিক রামগড়ওয়া স্টেশনে পৌঁছেছিলেন, তারপর মিথিলা ট্রেনে হাওড়া গিয়েছিলেন এবং সেখান থেকে কেরালার করোমন্ডেল এক্সপ্রেসে উঠেছিলেন। সন্ধ্যায় বালাসোরে ভয়াবহ দুর্ঘটনা। রাজার মৃত্যুর খবর পাওয়া মাত্র রাজার স্ত্রী ও মা ভেঙে পড়েছিলেন একেবারে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে ছিলেন তিনি।