নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালাসোর ট্রেন দুর্ঘটনার পর ভেঙে ফেলা হচ্ছে বাহানাগা স্কুল। দুর্ঘটনায় নিহতদের মরদেহ ২ জুন এখানে রাখা হয়। দুর্ঘটনার পর শিশুরা স্কুলে আসতে চাইছে না। এর কারণ একটি গুজব। কেউ বলছেন, স্কুল থেকে চিৎকার আসছে। কেউ কেউ দাবি করছেন রাতে মাথা কাটা মৃতদেহের ভূত দেখেছেন। শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষকরাও আতঙ্কিত। স্কুলের এক শিক্ষক বলেন, "বাবা, মা ও শিশুরা বলছে মৃতদেহ সেখানে রাখা হয়েছে, আমরা সেখানে যাব না। গতকাল জেলা ম্যাজিস্ট্রেট পরিদর্শনে গিয়েছিলেন। এগুলো সবই কুসংস্কার।" যেসব কক্ষে মৃতদেহ রাখা হয়েছে সেগুলো ভেঙে ৪-৫ মাসের মধ্যে নতুন ভবন নির্মাণ করা হবে। ততদিন পর্যন্ত শিশুদের পড়ানোর জন্য অস্থায়ী ব্যবস্থা করা হবে।