ওড়িশা রেল দুর্ঘটনার তদন্তে নয়া মোড়!

ওড়িশা রেল দুর্ঘটনার আতঙ্ক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
jb

নিজস্ব সংবাদদাতাঃ গত ২ জুন ওড়িশার বালাসোরের বাহানাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের সংঘর্ষে সরকারী হিসেবে এখনও পর্যন্ত ২৯২ জনের প্রাণ গিয়েছে। ভারতের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় রেল দুর্ঘটনার তদন্ত করছে সিবিআই। ওড়িশার রেল দুর্ঘটনার তদন্তে নয়া মোড়। সূত্রে খবর, বাহানাগা বাজার স্টেশনে সিগন্যাল সামলানোর দায়িত্ব থাকা জুনিয়র ইঞ্জিনিয়র বা রেলওয়ে সিগন্য়াল জেই-কে জিজ্ঞাসাবাদ করার পর কিছু অসঙ্গতি পেয়েছে সিবিআই। এরপর তাঁর বাড়ি সিল করে দিয়েছে সিবিআইয়ের তদন্তকারী দল। তিনি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, তিনটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় কাঠগড়ায় ওঠে রেলের সিগন্যাল ব্যবস্থা।