Odisha Rail Accident : প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হল বিস্তারিত বিবরণ

ভারতের ইতিহাসে ভয়ংকরতম ট্রেন দুর্ঘটনার মধ্যে অন্যতম বালাসোরের রেল দুর্ঘটনা (Odisha Rail Accident)। প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে জানা গিয়েছে। আরও প্রায় ১ হাজার জন আহত হয়েছেন।

author-image
Pritam Santra
New Update
odisha Train Accident

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের ইতিহাসে ভয়ংকরতম ট্রেন দুর্ঘটনার মধ্যে অন্যতম বালাসোরের রেল দুর্ঘটনা (Odisha Rail Accident)। প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে জানা গিয়েছে। আরও প্রায় ১ হাজার জন আহত হয়েছেন। আহতদের তাদের বাংলা ও ওড়িশার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। রেল বোর্ডের অপারেশনস অ্যান্ড বিজনেসের সদস্য জয়া সিনহা ভার্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। 

v

রেল বোর্ডকে এখনও পর্যন্ত যে তথ্য দেওয়া হয়েছে তার ভিত্তিতে কীভাবে ঘটনাটি ঘটতে পারে তা তিনি ব্যাখ্যা করেছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে ওড়িশা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস, বিপরীত দিক থেকে যশবন্তপুর হামসফর এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয় ট্রেনটির। লাইনচ্যুত হয় একের পর এক বগি। এরপর লাইনচ্যুত হওয়া কিছু বগি সজোরে গিয়ে  ধাক্কা মারে পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে।