আর কিছুক্ষণ, ওড়িশার বুকে লেখা হতে চলেছে নয়া ইতিহাস

শপথ নেবেন নব্য মুখ্যমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
OATH-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভুবনেশ্বরে আজ বসছে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ নেবেন নব্য মুখ্যমন্ত্রী। তাঁর সাথেই শপথ নেবেন অন্যান্য মন্ত্রীরাও।

এদিন ওড়িশার ডেপুটি সিএম- মনোনীত কনক বর্ধন সিং দেও বলেন, “আমাদের কাজ শুরু হয় শূন্য থেকে। যে মুহূর্তে আমরা আমাদের শপথ শেষ করব, আমরা আমাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলি নিয়ে কাজ শুরু করব। আমরা জনগণের কাছে তাদের আশীর্বাদ চেয়েছিলাম এবং তারা আমাদের আগামী ৫ বছরের জন্য সরকারে আসার সুযোগ দেওয়ার জন্য সদয় হয়েছে। প্রধানমন্ত্রী মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আসবেন। ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছেন, যে ওড়িশা আগামী ৫ বছরে এক নম্বর রাজ্যে পরিণত হবে। বিদায়ী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন”।

BJP-Odisha.jpg

 

Add 1