নিজস্ব সংবাদদাতা: ওড়িশার মন্ত্রী সম্পাদ চন্দ্র সোয়াইন বলেছেন, "ওড়িশায় বিজেপি সরকার গঠনের পর, অনেক বিনিয়োগকারী রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। যদি ওড়িশায় বিনিয়োগ আসে, তবে এটি রাজ্যে কর্মসংস্থান বাড়াতে অনেক সাহায্য করবে৷ JSW গ্রুপ ইতিমধ্যেই রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে যারা রাজ্যে বিনিয়োগ করতে চায় তাদের সবাইকে স্বাগত জানাচ্ছে। আমাদের সরকার পরিকাঠামোর উন্নয়নে বিশেষ মনোযোগ দিচ্ছে।"
প্রসঙ্গত, ২০২৪ সালে বিডেজিকে হারিয়ে বিজেপি ওড়িশায় সরকার গঠন করেছে। তারপরেই রাজ্যে বিনিয়োগ আসতে শুরু করেছে বলে বিজেপি সরকারের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, বিজেডির তরফে জানানো হয়েছে, রাজ্যে বিনিয়োগের পরিবেশ তারা তৈরি করেছে।