'আমরা আজ থেকে এখানে থাকব'! রত্ন ভান্ডার খুলতেই বড় দাবি উপমুখ্যমন্ত্রীর

উপমুখ্যমন্ত্রী করলেন বড় দাবি।

author-image
Anusmita Bhattacharya
New Update
1460907-puri

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রত্ন ভাণ্ডার খোলার পর এবার ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রবতী পারিদা মুখ খুললেন। 

कौन हैं ओडिशा की पहली महिला उपमुख्यमंत्री प्रवती परिदा? पूर्व वकील के बारे  में जानें 5 बातें

ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রবতী পারিদা বলেছেন, 'মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আমাদের সেখানে উপস্থিত থাকতে হবে। আমরা আজ থেকে এখানে থাকব এবং দেখব গণনা যাতে সুষ্ঠুভাবে হয়। আমরা বিশ্বাস করি প্রভুর কৃপায় সবকিছু সহজ হয়ে যাবে। আগের সরকার রত্ন ভাণ্ডারটি গোপন রেখেছিল। রত্ন ভাণ্ডার ঘন ঘন গণনা করা উচিত'।