নিজস্ব সংবাদদাতা: রত্ন ভাণ্ডার খোলার পর এবার ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রবতী পারিদা মুখ খুললেন।
ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রবতী পারিদা বলেছেন, 'মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আমাদের সেখানে উপস্থিত থাকতে হবে। আমরা আজ থেকে এখানে থাকব এবং দেখব গণনা যাতে সুষ্ঠুভাবে হয়। আমরা বিশ্বাস করি প্রভুর কৃপায় সবকিছু সহজ হয়ে যাবে। আগের সরকার রত্ন ভাণ্ডারটি গোপন রেখেছিল। রত্ন ভাণ্ডার ঘন ঘন গণনা করা উচিত'।