নিজস্ব সংবাদদাতা: মকর সংক্রান্তি ও মহাকুম্ভর জন্য দেশ জুড়ে পবিত্র স্নান করেছেন ভক্তরা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মকর সংক্রান্তি উপলক্ষে কেওনঝারের বৈতরণী নদীতে পবিত্র স্নান করেন। তিনি রাজ্যবাসীর শুভ কামনা করেছেন।