নিজস্ব সংবাদদাতাঃ সংসদে রাহুল গান্ধীর ভাষণ প্রসঙ্গে ওড়িশার বিজেপি সভাপতি মনমোহন সামাল বলেন, “রাহুল গান্ধী এখনও বুঝতে পারছেন না। তার আচরণ তার আত্মমূল্যায়নের অভাব প্রকাশ করে। সংসদে কী বলতে হবে তা তিনি জানেন না।”
/anm-bengali/media/media_files/EH4vDcAtBfai9MS6KLxY.jpg)
তিনি আরও বলেন, “হিন্দুত্ব একটি জীবনধারা। হিন্দুত্ব ছাড়া দেশে প্রজাতন্ত্র চলতে পারে না, রাজনৈতিক ব্যবস্থাও চলতে পারে না। প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে তাঁকে অনেক কিছু শিখতে হবে। মোদীজি যাই বলুন না কেন, তিনি ঠিকই বলেছেন এবং উনি বুঝতে পারবেন গোটা দেশ এবং দেশের ১৪০ কোটি মানুষের জন্য হিন্দুত্ব কী।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)